আহত পা দোলাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাইরাল ভিডিও!

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ে বসে রয়েছেন তৃণমূলনেত্রী। সেই ফাঁকে, বসা অবস্থায় আহত (বাঁ) পায়ের ওপর ডান পা রাখলেন তিনি। আবার, কখনও আহত পা দোলাতেও দেখা যায় মমতাকে। সোশ্য়াল মিডিয়ায় বহুল শেয়ার হওয়া এই ভিডিওটির সত্যতা অবশ্য যাচাই করেনি রোজদিন.ইন। তবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি নেতা প্রণয় রায় নিজের ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করে লেখেন, “আমি জ্যোতিষী নই। কিন্তু একাধিক টিভি চ্যানেল এ অনেক আগেই আমি বলেছিলাম নন্দীগ্রামের ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ছবিটি। ওনার দ্রুত আরোগ্য কামনা করি। একটাই অনুরোধ যারা নিজেদের যোগ্যতায় পুলিশের চাকরি পেয়েছে তাদের অন্তত wheel chair ঠেলিয়ে কষ্ট দেবেন না। আমার পরিচিত অনেক বন্ধু পুলিশে চাকরি করে। খারাপ লাগে যখন দেখি শিক্ষিত হয়েও কেবলমাত্র চাকরি রক্ষার কারণে মুখ বুজে অপমান সহ্য করতে হয়।”

দেখুন ভিডিও!

https://m.facebook.com/story.php?story_fbid=4108836395846903&id=100001617501599

প্রসঙ্গত, ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় হয়।

মমতার পায়ে যন্ত্রণা বাড়তে থাকায় তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। পায়ে প্লাস্টার করা হয়। সেদিন ঘটনার পরই প্রথমে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনামাফিক গোটা ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*