কার্টুন সহ শিশুদের চ্যানেলে আর দেখা যাবে না জাঙ্ক ফুডের বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিয়ে সরগরম লোকসভা। এদিন লোকসভায় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে রাজবর্ধন সিং রাঠোর জানান, দেশের ফুড ও বেভারেজ অ্যালায়েন্স অফ ইন্ডিয়া বহুবার জাঙ্ক ফুডের ক্ষতিকারক দিকটিকে তুলে ধরে, বিশেষ করে বাচ্চাদের বিকাশের দিকের কথা বলে জাঙ্ক ফুড কতটা মারাত্মক, তা নানা ভাবে বলেছে। আর এ কারণেই কার্টুন সহ শিশুদের চ্যানেলে এই ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি জানান, এই ধরণের কোনওরকম প্রস্তাব লিখিতভাবে সরকারের কাছে জমা পড়েনি। তাই জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনওরকম মতামত নেই সরকারের পক্ষ থেকে।

এদিন স্মৃতি ইরানি জানান, ৯ টি জনপ্রিয় জাঙ্ক ফুড প্রস্তুতকারক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাদের চ্যানেলগুলিতে এধরনের বিজ্ঞাপন দেখানো যাবেনা। অন্যান্য চ্যানেলের ক্ষেত্রেও বাচ্চাদের অনুষ্ঠান সম্প্রচারের সময় এই ধরণের বিজ্ঞাপন দেখানো থেকে বিরত থাকবেন প্রস্তুতকারক সংস্থারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*