ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলবেন ইশান্ত

ইংলিশ কাউন্টি লীগে সাসেক্সের হয়ে খেলবেন ইশান্ত শর্মা। এবারের আইপিএলে কোনো দল পাননি তিনি। এখন শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি পাওয়ার অপেক্ষা। বোর্ডের অনুমতি পেলেই সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে ইশান্তকে। সব কিছু ঠিকঠাক চললে আগামী ৪ঠা এপ্রিল ক্যারিয়ারে প্রথমবার কাউন্টি খেলতে সাসেক্সে যোগ দেবেন তিনি। তাঁর পারফরম্যান্সের দিকে নজর রেখে তাঁকে সুযোগ দেয়ার জন্য সাসেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ইশান্ত শর্মা। আশা করা যাচ্ছে আগামী মরসুমেই সাসেক্সের হয়ে খেলবেন তিনি। আরেক ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা কাউন্টিতে সাসেক্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। সাসেক্সের প্রধান কোচ জেসন গিলেসপি ইশান্তের যোগ দেওয়ার ব্যাপারে উচ্ছ্বসিত। ২৯ বছর বয়সী দিল্লির পেসার ইশান্তের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ২০০৭-এ। ১১ বছরে ভারতের হয়ে ৮১টি টেস্ট, ৮০টি ওয়ানডে ও ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৪টি উইকেট রয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে শেষ দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*