আজ জোহানেসবার্গে সিরিজ জেতার সম্ভাবনা কোহলিদের

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ সিরিজ জিতে ওঠার পরই একদিনের সিরিজ শুরু। সিরিজ শুরু হওয়ার পরেই আইডেন মার্করাম-র দক্ষিণ আফ্রিকা প্রায় কোণঠাসা দুই ভারতীয় রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালের সামনে। একদিনের সিরিজে ৩-০ এগিয়ে আছে কোহলিরা। যার ফলে আজ জোহানেসবার্গে সিরিজ জেতার বিপুল সম্ভাবনা কোহলিদের, আর যাই হোক সিরিজ হেরে বাড়ি ফেরার সম্ভাবনা আর নেই। আগের এই তিন জয়ে বিরাট কোহালির ব্যাট যেমন ঝকঝক করছে শতরানে, তেমনই ভারতীয় বোলিংয়ের ‘নিউক্লিয়াস’ এই দুই ‘রিস্ট স্পিনার, চাহাল ও কুলদিপ, যে দু’জনে মিলে তিন ম্যাচেই তুলে ফেলেছেন ২১ উইকেট।
শনিবার জোহানেসবার্গে চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি জিতলেই ৪-০ এগিয়ে গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বার একদিনের সিরিজ জিতে ফিরবে বিরাট কোহালির ভারত। একই সঙ্গে একদিনের ক্রিকেটে এক নম্বর আসনে পোক্ত ভাবে বসে পড়াবে।
টিম সূত্রের খবর, জোহানেসবার্গে প্রথম দলে বদল হওয়ার সম্ভাবনা খুবই কম। বিরাটের দলে একমাত্র চিন্তা রোহিত শর্মার ব্যাটে রান না থাকা। এদিকে চোটের কারণে তিন ম্যাচ বাইরে থাকার পরে শনিবারই ফিরছেন এবি ডিভিলিয়ার্স। যিনি সদ্য সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ভালোই ফর্মে ছিলেন। ডিভিলিয়ার্স খেলার অর্থ প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার শক্তিশালী হওয়া। এছাড়াও শনিবারের ম্যাচটা ‘পিঙ্ক ডে’ হিসেবে উদযাপন করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। স্তন ক্যানসার-এর বিরুদ্ধে বিশ্ব জুড়ে সচেতনতা ও আর্থিক তহবিল গড়তে ডিভিলিয়ার্সদের ক্রিকেট বোর্ড এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেবে চিকিৎসার জন্য। তাই শনিবার দক্ষিণ আফ্রিকানরা মাঠে নামবেন গোলাপী জার্সি গায়ে। কাকতালীয় ব্যাপার এটাই যে, গত সাত বছর ধরে উদযাপিত হওয়া এই ‘গোলাপী দিবসে’ দক্ষিণ আফ্রিকা কখনও হারেনি। আর এই দিনে অতীতে বার বার অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এবি ডি’ভিলিয়ার্স। তিন বছর আগে এই দিনেই গোলাপী জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি করেছিলেন ৪৪ বলে ১৪৯ রান। পাঁচ বছর আগে আবার ভারতের বিরুদ্ধেই তিনি খেলে গিয়েছিলেন ৪৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস। তাই সিরিজ ১-৩ করতে গোলাপী দিবসে ডিভিলিয়ার্সের ব্যাটের দিকেই তাকিয়ে দক্ষিণ আফ্রিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*