ইউক্রেনে মৃত্যু দ্বিতীয় ভারতীয় ছাত্রের

ইউক্রেনে পড়তে গিয়ে মৃত্যু হল আরও এক ভারতীয়ের। মৃত ছাত্রের নাম চন্দন জিন্দল। পঞ্জাবের বরনালার বছর বাইশের এই ছাত্র ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন। সে দেশের বিনিতশিয়া ন্যাশনাল পাইরোগোভ মেমোরিয়াল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র চন্দন জিন্দল রুশ ক্ষেপণাস্ত্রে নয়, মারা গিয়েছেন ব্রেন স্ট্রোকে।

সূত্রের খবর, পঞ্জাবের ওই ছাত্র ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে, তাঁকে তড়িঘড়ি বিনিতশিয়া হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোররাতে মৃত্যু হয় এই ডাক্তারি পড়ুয়ার। চন্দনের বাবার কাছে ইতিমধ্যে ছেলের মৃত্যু সংবাদ পৌঁছেছে। ছেলের দেহ দেশে ফেরাতে তিনি ভারত সরকারের সাহায্য চেয়েছেন।

ইউক্রেনে এ পর্যন্ত দু-জন ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবারই রুশ ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের খারকিভ শহরে প্রাণ হারিয়েছেন কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা শেখরাপ্পা জ্ঞানগৌদার। চন্দন জিন্দলের মতো শেখরাপ্পাও সেখানে গিয়েছিলেন ডাক্তারি পড়তে। মঙ্গলবার খাবার কিনতে সিটি সেন্টারে গিয়েছিলেন। সেখানে শপিং মার্কেটের বাইরে খাবারের লাইনে দাঁড়িয়ে থাকার সময় গভর্নর হাউসের কাছে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তাতেই নিহত হন শেখরাপ্পা। কর্নাটকের এই মেডিক্যাল পড়ুয়ারও দেহ দেশ ফিরিয়ে আনার ব্যবস্থা করছে কেন্দ্র।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর আনুযায়ী, ইউক্রেনে প্রায় আট হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। তবে, কিভে যাঁরা আটকে পড়েছিলেন, তাঁদের ইতিমধ্যেই ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। খারকিভ-সহ অন্যত্র আটকে পড়া ভারতীয়দেরও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*