আগ্নুৎপাতের ফলে দ্বিতীয়দিনেও বন্ধ বালির বিমানবন্দর

ইন্দোনেশিয়ায় বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে প্রচণ্ড শক্তিতে আগুন-ছাই-ধোঁয়া বেড়োচ্ছে। যার ফলে বায়ুমণ্ডলে অস্পষ্টতা বেড়ে গেছে। তাই দ্বিতীয় দিনের মতো বালি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হলো। গত সপ্তাহ থেকে আগ্নুৎপাত শুরু হওয়া মাউন্ট আগুংয়ের শীর্ষ চূড়ার জ্বালামুখ থেকে আকাশে ১৪,০০০ ফুট পর্যন্ত ছাই ও বাষ্পে ছেয়ে যাওয়ায় বিমান চলাচলে অসুবিধা হতে পারে সেই কারণে রবিবারে “রেড অ্যালার্ট” জারি করা হয়েছিল। আগ্নেয়গিরি ছাই উড়োজাহাজের ইঞ্জিনে ক্ষতি করতে পারে বা বিকল করে দিতে পারে এবং মজুত জ্বালানি ও শীতলীকরণ ব্যবস্থাও নষ্ট করে দিতে পারে। তাই বিমান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এদিকে আগ্নুৎপাতের আশঙ্কায় সোমবার বালিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মাউন্ট আগুংয়ের আশপাশ থেকে প্রায় এক লাখ লোককে মানুষকে বলা হয়, যে কোনও মুহূর্তে গলিত লাভা বেরিয়ে এসে সব কিছু তছনছ করে দিতে পারে, এখনই এলাকা ছেড়ে চলে যাও। সোমবার সকালে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী প্রাথমিকভাবে ২৪ ঘণ্টার জন্য বালির এনগুরা রাই বিমাবন্দর বন্ধ ঘোষণা করেন। এর ফলে ৪০০ ফ্লাইট স্থগিত হয় এবং ৫৯ হাজার ভ্রমণকারী আটকা পড়ে। জনপ্রিয় পর্যটন এলকা কুতা ও সেমিনিয়াখ থেকে ৭০ কিলোমিটার দূরে মাউন্ট আগুংয়ের অবস্থান। মঙ্গলবার সকালে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে,রাতভর আগ্নুৎপাত হয়েছে এবং জ্বালামুখ দিয়ে আগুন ও ছাইয়ের কুণ্ডলী বের হয়েছে। আগ্নেয়গিরির আশপাশের ১০ কিলোমিটারের মধ্যে বসবাসকারীরা এখন আশ্রয়শিবিরে অবস্থান করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*