জিএসটি কে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ রাহুলের

জিএসটি নিয়ে আবারও মুখ খুললেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। জিএসটি কে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেন তিনি। রাহুল বলেন দেশের জিএসটি-র প্রয়োজন, গব্বর সিং ট্যাক্স নয়। গুজরাটের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে শনিবার এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সহ সভাপতি। রাহুলের কথায়, গব্বর সিং ট্যাক্স(জিএসটি) দেশ থেকে মুছে ফেলে প্রকৃত অর্থে এক কর নীতি চালু করার প্রয়োজন রয়েছে। বিজেপি যদি সেই কাজ না করে, তবে ২০১৯-এ ক্ষমতায় এসে আমরাই তা করব। কংগ্রেস সহ-সভাপতি আরও বলেন, কেন্দ্রীয় সরকার জিএসটির হার কমিনোর সিদ্ধান্ত নিলেও, আমরা তাতে খুশি নই। দেশে পাঁচটি আলাদা আলাদা করের স্তর থাকার প্রয়োজন নেই। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে নোট বাতিল প্রসঙ্গও। প্রসঙ্গত, শুক্রবারই ২২৭টির মধ্যে ১৭৮টি পণ্যের ওপর থেকে জিএসটি-র হার কমানোর কথা ঘোষণা করেছে জিএসটি কাউন্সিল। ২৮ শতাংশ থেকে কমিয়ে সেগুলিকে ১৮ শতাংশ করা হয়েছে।

ডিসেম্বরে গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে নির্বাচনী প্রচারে শনিবার গান্ধীনগরে সভা করেন রাহুল। সেখানে মূলত জিএসটি ও নোট বাতিল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস সহ-সভাপতি। রাহুলের এমন মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক ও ব্যবসায়ীমহলে শুরু হয়েছে গুঞ্জন ।

[attach 1]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*