যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, প্রকাশ্যে এল এয়ার এশিয়ার নাম

যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ইন্ডিগোর পর এবার প্রকাশ্যে এল বিমান সংস্থা এয়ার এশিয়ার নাম।সংস্থার ৩ কর্মীর বিরুদ্ধে এবার শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগকারিণী ২৮ বছরের এক যুবতী বলে জানা গিয়েছে। অভিযুক্ত ৩ কর্মীর নাম সন্মিত কারান্ডিকর, কাইজার সান্তোকে ও জীতিন রবীন্দ্রন। জোর করে আটকে রাখা, যৌন নিগ্রহ ও মহিলার শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ৩ কর্মীর বিরুদ্ধে। অভিযোগকারিণী সেন্ট্রাল বেঙ্গালুরুর বাসিন্দা। জানা গিয়েছে, গত ৩ তারিখ রাত সোয়া নটা নাগাদ রাঁচি থেকে বেঙ্গালুরুর উড়ান ধরেন তিনি। বিমানের শৌচাগার অপরিষ্কার থাকার কথা বলায় বিমান কর্মীরা সফর চলাকালীন সারাক্ষণ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, তাঁর ওপর চেঁচামেচি করে নিজের আসনে গিয়ে বসতে বলেন।অভিযোগকারিণী উড়ান ছাড়ার ঠিক আগে তাঁর বোনকে ফোন করে গোটা ঘটনা বলার চেষ্টা করেন, তখন তাঁর সঙ্গে আরও এক দফা দুর্ব্যবহার করা হয়। এমনকী বেঙ্গালুরুতে নামার পরেও যতক্ষণ না তিনি ক্ষমা চেয়েছেন তাঁকে রানওয়েতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই ইন্ডিগোর এক কর্মীর বয়স্ক এক যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

যদিও এয়ার এশিয়া তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি,ওই যুবতী বিমানের নিয়ম নীতি লঙ্ঘন করছিলেন। তাঁকে বারণ করতে গেলে, তিনি বিমান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই যুবতী যাতে শান্ত হয়ে বসে, তার চেষ্টা করছিলেন বিমানকর্মীরা। কিন্তু ওই যুবতী কোনও কথাই শোনেননি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*