অগ্নিগর্ভ ভাটপাড়া

অগ্নিগর্ভ পরিস্থিতি ভাটপাড়ায়। তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা, চললো ভাঙচুরও। পরে রাস্তায় জ্বললো আগুন‌। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে। গোটা এলাকা এখনও থমথমে।

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ। জানা গিয়েছে, এদিন ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের সমর্থনে একটি সভা চলছিলো। বিজেপির অভিযোগ, এদিন সভা শেষের পর মদন মিত্র সভাস্থল ছেড়ে যেতেই তৃণমূলকর্মীরা চড়াও হয় বিজেপি কর্মীদের বাড়িতে। ভাঙচুর করা হয় আসবাবপত্রও। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে তাঁদের সভামঞ্চ ভাঙচুর করে। ঘটনাস্থলে আসে ব্যারাকপুর কমিশনারেটের বিরাট বাহিনী। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন বলে খবর। আহতদের ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালিয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

দেখুন ভিডিও!

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*