৩মে আছড়ে পড়তে পারে ফণী, তৎপর রাজ্য সরকার

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের মোকাবিলা নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার এনিয়ে নবান্নে বৈঠক হয় ৷ ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বরাষ্ট্র দপ্তরের তরফে বুধবার ফের জরুরিভিত্তিক বৈঠক ডাকা হয়েছে নবান্নে ৷ ফণীর মোকাবিলা করতে বাড়তি সর্তকতা নিচ্ছে কলকাতা পৌরনিগম ।

উল্লেখ্য, ৩ মে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ফণী। ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। উপকূলের জেলাগুলিতে ৩ মে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ৪ মে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস। ৪ মে দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উপকূলের জেলাগুলির জন্য বাড়তি সতর্কতা জারি করেছে। কলকাতাতেও প্রবল ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের প্রত্যেকটি বোরো অফিসে বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে। কলকাতা পৌরনিগমে তৈরি করা হবে একটি বিশেষ কন্ট্রোল রুম। ২ থেকে ৪ মে সমস্ত দপ্তরগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে । দায়িত্বপ্রাপ্ত দপ্তরের আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*