আজকের দিন

লালকৃষ্ণ আডবানী

জন্মঃ ৮ই নভেম্বর, ১৯২৭
তিনি ভারতবর্ষের সপ্তম উপ প্রধানমন্ত্রী (২০০২-২০০৪) অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীর সময়কালে। তিনি ভারতীয় জনতা পার্টির নেতা।
.
করাচীর এক ব্যবসায়ী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট প্যাট্রিক্স হাই স্কুল, ডি. এন. কলেজ এবং বোম্বে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। ১৯৪২ সালে তিনি রাষ্ট্রীয় সংসেবক সংঘ যোগদান করেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

 

 

পি.এল. দেশপান্ডে

পুরুষোত্তম লক্ষন দেশপান্ডে ৮ই নভেম্বর ১৯১৯ সালে মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক জনপ্রিয় মারাঠী লেখক, এছাড়াও তিনি ছিলেন একজন অভিনেতা, স্ক্রীপ্ট লেখক, সঙ্গীত পরিচালক, গায়ক, লেখক। তিনি ইংরেজি ও কানাডা ভাষাতেও বই
ভাষান্তরিত করেন।
.
তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে মারাঠায় আবহাঙ গীতাঞ্জলি নামে ভাষান্তরিত করেন। তিনি পার্লে বিদ্যালয়, ইসমাইল ইউসুফ কলেজ, এবং গভের্নমেন্ট ল কলেজ থেকে পাশ করেন। এবং তারপর ফেরগুসন কলেজ থেকে এম.এ পাশ করেন ১৯৫০ সালে।
.
বিভিন্ন বিষয়ে তার পারদর্শীতা দেখা যায়, তিনি ১২ জুন ২০০০ মারা যান।
.
জন্মদিনে তাঁকে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

 

সাগরিকা ঘোষ

জন্মঃ ৮ই নভেম্বর ১৯৬৪
তিনি একজন ভারতীয় সাংবাদিক, সঞ্চালক ও লেখক। ১৯৯১ পর্যন্ত তিনি দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে সাংবাদিক হিসাবে কাজ করেছেন। তিনি নেটওয়ার্কের ডেপুটি এডিটর হিসাবেও কাজ করেছেন।  তাঁর লেখা বই Indira, India’s Most Powerful Prime Minister.” প্রকাশিত হয়েছে।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভেচ্ছা

সিতারা দেবী

জন্মঃ ৮ই নভেম্বর ১৯২০
তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় কত্থক নৃত্যশিল্পী।
কলকাতায় ব্রাহ্মণ কথাকার সুখদেব মহারাজের পরিবারে ১৯২০ সালে তাঁর জন্ম । তাঁর নাম রাখা হয়েছিল ধন্নোলক্ষ্মী। পরবর্তী সময়ে তিনি সিতারা দেবী নামেই পরিচিতি পান। নৃত্যাঙ্গনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মশ্রী, কালিদাস পদক লাভ করেন।
.
বলিউডে কত্থক নাচ জনপ্রিয় করে তুলেছিলেন সিতারা দেবী। মুম্বাইয়ে তার টানা ৩ ঘণ্টা টানা নাচের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সিতারা দেবী চলচ্চিত্রেও কাজ করেছেন। ঊষা হরণ, নাগিনা, রোটি, ওয়তন, অঞ্জলি ছবিতে তাঁর নাচ মুগ্ধ করেছে দর্শকদের। মাদার ইন্ডিয়া ছবিতে হোলির গানে তাঁর নাচ ছিলো বলিউডে তাঁর শেষ নাচ।
.
তাঁর জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*