নোটবন্দির বিরুদ্ধে রাজ্য জুড়ে কালা দিবস পালন তৃণমূল কংগ্রেসের

পূর্ব নির্ধারিত ৮ নভেম্বর রাজ্য জুড়ে ‘কালা দিবস’ পালন করছে তৃণমূল কংগ্রেস। নোটবন্দির বিরুদ্ধে এই কালা দিবস। ২০১৬ সালে ৮ নভেম্বর নোটবন্দি করেছিল কেন্দ্রের মোদী সরকার। তার বিরুদ্ধে প্রথম সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। নোটবন্দির ফলে তীব্র সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছিলেন কয়েকজন। নোটবন্দি নিয়ে সুফলের কথা বলেছিল কেন্দ্রীয় সরকার, তার কোনওটাই দেখা যায়নি। উল্টে ভারতের অর্থনীতি বিরাট ধাক্কা খেয়েছে। পরবর্তী সময়ে জিএসটি চালু করার ফলে সমস্যা আরও বেড়েছে। ক্ষুদ্র-মাঝারি-ভারী শিল্পের সব ক্ষেত্রেই সমস্যা বেড়েছে। এই নোটবন্দির বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস।

দেশে কালো টাকা ফিরিয়ে আনার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছিলেন তা যে কতখানি অবাস্তব, তা-ও পরিষ্কার করে দেন মমতা ব্যানার্জি। নিজেদের সব কালো টাকাগুলোকে সাদা করতে এটা কেন্দ্রীয় সরকারের একটা বড়ো পরিকল্পনা। নোট বাতিল দেশের কোনও ক্ষেত্রেই কোনও প্রভাব ফেলবে না বলে গতকাল এক টুইটে মতপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

এই কর্মসূচির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*