কথা রাখলেন সলমন, মমতার ডাকে ভোররাতেই শহরে ‘ভাইজান’

মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সলমন আসুক, তাঁর সেই চাওয়া পূর্ণ করতেই মঙ্গলবার ভোররাত্রেই সঙ্গীসাথী নিয়ে শহরে হাজির হলেন তিনি। এ দিন সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময়েই উপস্থিত সংবাদমাধ্যমের লেন্সবন্দী হন সলমন। সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় ভাইজানকে। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

এতদিন শাহরুখই ছিলেন চোখের মণী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবেও তাঁকেই বেছে নিয়েছিলেন মমতা। তবে এ বছরের মাঝামাঝি সমীকরণ যেন ঘুরতে শুরু করে। ‘দা-ব্যাং ট্যুর’-এ এই বছরেই শহরে আসেন সলমন খান আকাশনীল হাফ-হাতা শার্ট আর ডেনিম পরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁকে দেখা করতেও দেখা গিয়েছিল। সলমনকেও আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি মমতা। সেখানেই কিফে আসার প্রস্তাব দেওয়া হলে সলমন তখনই জানিয়েছিলেন তিনি চেষ্টা করবেন।
অবশেষে সেই চেষ্টারই বাস্তবায়ন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর পরেই মমতার পাশে দেখা যাবে সলমনের উজ্জ্বল উপস্থিতি। এ ছাড়াও হাজির থাকবেন টলিউড তো বটেই বলিউডেরও নামজাদারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*