পিএনবি কেলেঙ্কারি নিয়ে আবারও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল

পিএনবি কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মৌন থাকার অভিযোগ তুলে ফের তাঁকে ট্যুইটে কটাক্ষ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী এর আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় দেশবাসীর ‘পাহারাদারের’ দায়িত্ব পালন করবেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ অর্থাত নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না বলে যে অঙ্গীকার করেছেন, তাকে খোঁচা দেন কংগ্রেস সভাপতি। তাঁর প্রশ্ন, কোটি কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী যখন লিকার ব্যারন বিজয় মাল্যের মতোই দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন ‘দেশের পাহারাদার’ কোথায় ছিলেন!

রাহুল বলেন, দেশবাসী জানতে চায়, ‘ওনার এই নীরবতার রহস্যটা কী’! উনি আসলে কাদের প্রতি অনুগত, তা প্রকট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে নিশানা করে #মোদীরবসইন্ডিয়া এই হ্যাশট্যাগও ব্যবহার করেন কংগ্রেস সভাপতি। বলেন, প্রথমে ললিত (মোদী) আর তারপর (বিজয়) মাল্য, এবার নীরবও (মোদী) উধাও। দেশের পাহারাদার কোথায় গেলেন, যিনি বলেছিলেন ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’? সাহেবের নীরবতার কারণ জানতে আগ্রহী দেশবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*