গুজরাটে আবারও গেরুয়া শিবিরের দাপট; ৭৫টির মধ্যে ৪৭টি আসন দখল করলো বিজেপি, কংগ্রেসের ঝুলিতে গেলো ১৬টি আসন

গুজরাটে আবারও গেরুয়া শিবিরের দাপট৷ বেশিরভাগ পুরসভা আসন পকেটে পুড়লো বিজেপি৷ তবে জিতলেও ফলাফল দেখে বিজেপি কর্মী সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ৷ সোমবার গুজরাটের ৭৫টি পুরসভার আসনের ভোট গণনা হয়৷ ফল প্রকাশের পর দেখা গিয়েছে ৭৫টির মধ্যে ৪৭টি আসনে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির৷ কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৬টি আসন৷ ৬টি আসনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ চারটি আসনে জিতেছে নির্দল প্রার্থী৷ অন্যান্যরা পেয়েছে দুটি আসন৷

এদিকে পুরভোটের এই ফলাফল বিজেপিকে সামান্য হলে চিন্তায় ফেলেছে৷ কেননা ২০১৩ সালে ৭৯টি পুরসভা আসনের মধ্যে ৫৯টিতে ক্ষমতায় ছিল বিজেপি৷ কংগ্রেসের দখলে ছিল ১১টি আসন৷ আর এবার বিজেপির ঝুলিতে গিয়েছে ৪৭টি আসন৷ অর্থাৎ গতবারের চেয়ে ১২টি আসন কম পেয়েছে গেরুয়া শিবির৷ অন্যদিকে গতবারের চেয়ে পাঁচটি আসন বেশি পেয়েছে কংগ্রেস৷ মোদীর রাজ্যে এই ফলাফল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*