নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল

“চৌকিদার চোর হ্যায়” স্লোগানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ টেনে আনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল গান্ধী। আজ শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি । ১০ এপ্রিল রাফাল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, “চুরি” যাওয়া নথি এই মামলায় ব্যবহার করা যাবে । কেন্দ্রের দাবি খারিজ করে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত । এরপরই বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী । তিনি বলেন, “এ বার সুপ্রিম কোর্টও কার্যত মেনে নিল, চৌকিদার চুরি করেছেন । “রাহুলের এই মন্তব্য আদালত অবমাননার শামিল, এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি । তাঁর অভিযোগ ছিল, আদালতের নির্দেশকে বিকৃত করে নিজের স্বার্থে ব্যবহার করেছেন রাহুল । এর প্রেক্ষিতে রাহুলকে নোটিশ পাঠিয়ে জবাব চায় শীর্ষ আদালত । ২২ এপ্রিল শীর্ষ আদালতে এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন রাহুল । বলেন, “রাজনৈতিক প্রচারের সময় উত্তেজনার বশে এই মন্তব্য করেছিলাম । আমার রাজনৈতিক প্রতিপক্ষ সেই বিষয়টিকে ভুলভাবে তুলে ধরেছে যে আমি ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে বলেছি। তবে রাহুলের সেই দুঃখপ্রকাশে সন্তুষ্ট না হয়ে শীর্ষ আদালত রাহুলকে হলফনামা জমা দিয়ে দুঃখ প্রকাশের পূর্ণাঙ্গ বিবৃতি পেশ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে আজ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল । হলফনামায় তিনি দুঃখপ্রকাশ করে আদালত অবমাননার মামলা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*