মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে এলোপাথাড়ি গুলি; মৃত ১, জখম বহু

ফের এলোপাথাড়ি গুলি চলল মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে৷ কলোরাডোর একটি স্কুলে বন্দুকবাজের হামলায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে৷ অনেক ছাত্র-ছাত্রী গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলি বন্দুক হামলা হয়েছে, তার মধ্যে অন্যতম নৃশংস কলোরাডোর স্কুলের হামলার ঘটনা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন মুখোশ পরে বন্দুক নিয়ে ঢোকে কলোরাডোর STEM স্কুলে৷ তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছর বয়সি এক ছাত্রের৷ মোট ৮ ছাত্রের গুলি লেগেছে৷ একজন মারা গিয়েচে৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক৷ তবে শিক্ষক ও কর্মীদের মধ্যে কারও হতাহতের খবর নেই৷ গুলিতে আহত সবচেয়ে কম বয়সি ছাত্রের বয়স ১৫৷ ঘচনায় ২ জনকে আটক করেছে পুলিশ৷ একজন মাঝবয়সি ব্যক্তি ও অন্যজন যুবক৷ দু জনেই ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে৷ তবে আরও ভয়াবহ ক্ষতি ঘটতে পারত, বন্দুকবাজদের দেখেই তত্‍‌পর হয়ে যায় স্কুলের নিরাপত্তারক্ষীরা৷ তাই হতাহতের বিশাল সংখ্যা এড়ানো গিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*