বাজপেয়ীর স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিকেল গড়িয়ে দক্ষিণ দিল্লিতে তখন সন্ধ্যা নামল বলে! ঘড়়িতে ৫টা ৩৬ ! এইমস কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে জানিয়ে দিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যু হয়েছে। তিনি আর নেই!
সংবাদমাধ্যমে এই শোকের খবর দেওয়ার আগেই তা জানিয়ে দেওয়া হয়েছিল নয়াদিল্লির সাত নম্বর রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। এইমসের বুলেটিন ঘোষণার মিনিট তিনেকের মধ্যেই টুইট করে শোক জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, “আমি বাকরুদ্ধ! মনে হচ্ছে সব কিছু ফাঁকা হয়ে গিয়েছে।” তাঁর কথায়, “জীবনের প্রতিটি মুহূর্ত উনি দেশের সেবায় সমর্পণ করেছিলেন। ওঁর মৃত্যুতে একটি যুগের অবসান হয়ে গেল।”
এরপরই মোদী জানান, বাজপেয়ীর সঙ্গে তাঁর কথোপকথনের কথা। সর্বভারতীয় রাজনীতিতে আম ধারণা হল, মোদীর সঙ্গে বাজপেয়ীর সম্পর্ক ভাল ছিল না। বিশেষ করে গুজরাত দাঙ্গার পর মোদীকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন বাজপেয়ী। প্রধানমন্ত্রী এ দিন জানান, বাজপেয়ী তাঁকে বলে গিয়েছিলেন, “মওত কী উমর ক্যায়া হ্যায়? দো পল ভি নহী, জিন্দেগি সিলসিলা, আজ কল কী নহী মে জী ভর জিয়া, মে মন সে মঁরু, লওটকর আউঙ্গা, কুছ সে কিঁউ ডঁরু?” যার অর্থ, মৃত্যুর কোনও বয়স হয় না। দু দণ্ডের বই নয়। জীবনের পরম্পরা চলতেই থাকবে। শুধু আজ বা কালের ব্যাপার নয়, আমি প্রাণ ভরে বেঁচেছি, মরলেও ফিরে আসব, কোনও কিছু থেকে কেন ভয় পাব?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*