কুলদীপ যাদব একসময় হতাশায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন

ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব আসন্ন ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দলে আছেন। বিগত দুই বছর ধরেই তিনি ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই অস্টেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে সকলকে অবাক করেছিলেন। টেস্ট দলে অশ্বিন ও জাডেজার সাথে তৃতীয় স্পিনার হিসাবে নিজেকে মেলে ধরেছেন। এমনকি কুলদীপ যাদব ভারতের ওয়ানডে এবং টি-২০ দলেও আছেন। যখনই সুযোগ পেয়েছেন তখনই ভালো পারফরম্যান্স করে গেছেন।
অথচ এই যুব বোলার একসময় নিজের রাজ্য উত্তরপ্রেদেশের দলে সুযোগ না পাওয়ায় হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলেন। কুলদীপ জানিয়েছেন, সে তার নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করছিলো, কিন্তু যখন তাকে উত্তরপ্রদেশ দলে বাছাই করা হলো না, তখন সে হতাশাতে এক মুহুর্তের জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কুলদীপ আরো জানান সে স্কুলে একজন মেধাবী ছাত্র ছিলো এবং কেবল মজা করার জন্য ক্রিকেট খেলতে চেয়েছিলো। সে তার পেশা বানানোর জন্য কখনো ভাবেনি আসলে, কুলদিপের বাবা ওকে ক্রিকেট খেলাতে চেয়েছিলেন এবং কোচের কাছে নিয়ে গিয়েছিলেন।
কুলদীপ সবসময়ই সিম বোলার হতে চেয়েছিল, কিন্তু ওর কোচ ওকে স্পিনার হতে বাধ্য করেছিল। ওর কয়েকটি বল(চ্যায়নাম্যান)কে দেখে ওর কোচ ওকে একটি অভ্যাস গড়ে তুলতে বলেছিলো। ও নিজেই জানতো না যে ও একটু অন্য ধরনের বোলিং করছে। ওয়ার্নের ভিডিও দেখে ও বল ডেলিভারির দৈর্ঘ্য এবং কাঁধের ব্যবহার সবই ফুটেজ থেকে শেখার চেষ্টা করে গেছে
কুলদিপ জানিয়েছে ও নিজের দক্ষতা সম্পর্কে নিশ্চিত যে ও সফল হবেই। শুধুমাত্র মনোযোগ সহকারে কঠোর পরিশ্রম করতে হবে।
কুলদীপ ক্রিকেটের বাইরে তার জীবন সম্পর্কে জানায় যে PS4 ওর প্রিয় (ভিডিও) গেম। ও যখন বাড়িতে থাকে মা এর রান্না করা খাবার উপভোগ করে তখন ও খেলা সম্পর্কে চিন্তা করে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*