বিজেপি নেত্রীর তোপের মুখে কেজরিওয়াল সরকার

প্রথমে গ্রিন ট্রাইবুনাল আর তারপর বিজেপি। দূষণ নিয়ন্ত্রণে আনতে দেরিতে পদক্ষেপ নেওয়ায় তোপের মুখে দিল্লি সরকার। শনিবারই দিল্লি সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। আর এবার সরব হল বিজেপিও। দূষণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার একেবারেই চিন্তিত নয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী নুপূর শর্মা। তিনি বলেন, শনিবার গ্রিন ট্রাইবুনাল- এর ভর্ৎসনার পর অড ইভেন নিয়ে পুরোপুরি উল্টো পথে হেঁটেছে সরকার। এর আগে গত একবছরে এন জি টি বা সুপ্রিম কোর্ট কেউই দিল্লি সরকারকে অড-ইভেন প্রকল্প চালু করতে বলেনি। উল্টে দূষণ নিয়ন্ত্রণে আনতে অন্য পথ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, দূষণ নিয়ন্ত্রণের জন্য অড-ইভেন পদ্ধতিতে সায় দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। বলা হয়, ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ওই পদ্ধতি মেনে গাড়ি চলাচল করবে রাজধানীর রাস্তায়।কিন্তু, সেই পদ্ধতি আপাতত বাতিলের কথা ঘোষণা করে দিল্লি সরকার। নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে পরিবহন মন্ত্রী জানান, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে আপত্তি রয়েছে তাঁদের। তাই জোড়-বিজোড় পদ্ধতি এখনই চালু করা হচ্ছে না। এদিকে রবিবারও ধোঁয়াশায় মোড়া রয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকা।

[attach 1]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*