আইপিএল ২০১৮ প্লেয়ার সংরক্ষণ: যেসব স্টার প্লেয়ারদের দলে রেখে দেবে ফ্রাঞ্চাইজরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১১ তম সংস্করণে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ফিরে আসছে রাইজিং পুনে সুপারজায়েন্ট এবং গুজরাট লায়নসের জায়গায়। কারণ দুই বছরের চুক্তি ছিলো পুনে সুপারজায়েন্ট এবং গুজরাট লায়নসের। এবং দুই বছরের সাসপেন্সন-এর পরে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ফিরে এসে আবার অকশনে যোগদান করবে আগামী আইপিএল এ নতুন দল গড়ার লক্ষে। নিলামের আগে সকল প্লেয়ারকে চুক্তি অনুযায়ী ছেড়ে দিতে হবে এবং নিলামের মাধ্যমে আবার তাদেরকে নিতে হবে। প্রত্যকে প্লেয়ারেরই একটি নর্দিষ্ট রেট আছে, সেই অনুযায়ী ফ্রাঞ্চাইজগুলো আগামী ২৭ এবং ২৮ জানুয়ারী নিলামে বসবে। প্রত্যেক দলই চাইবে নিলামে তাদের সেরা দল কিনে নিতে। এই সকল নিলামের মাঝেই আবার ঠিক হয়েছে ফ্রাঞ্চাইজগুলি চাইলে তাদের দলের হয়ে খেলা কোনো স্টার ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। তাদের নিলামে তোলা হবে না। কিন্তু নিলামে আগে সেই তালিকায় কোন কোন ক্রিকেটার আছেন তা ঠিক করতে হবে এবং আইপিএল কমিটির অনুমতি নিয়ে সেই তালিকা তাদের হাতে দিতে হবে।

কয়েক বছর ধরে ধোনি, এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি যে দলগুলোর হয়ে প্রতিনিধিত্ব করছেন সেই দলেই থেকে যাবেন। এই ব্যাপারে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস তাদের উদ্দেশ্য পরিষ্কার করেছে কিন্তু বাকি দলগুলি কি বলে ?
চেন্নাই সুপার কিংস… এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই যে এই দলে ধোনি ছাড়াও সুরেশ রায়না থাকবে। চেন্নাই সুপার কিংস আরো দুইজনকে দলে রেখে দিতে চাইছে। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, কিন্তু এই দুই অপশনের যেকোনো একটিকেই রাখতে পারবে যেকোনো ফ্রাঞ্চাইজি।
মুম্বাই ইন্ডিয়ান্স… গতবারের চ্যাম্পিয়ান মুম্বাই ইন্ডিয়ানস তাদের উদ্দেশ্য পরিস্কার করে দিয়েছে তাদের দলে দুজন থাকছেন, দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া। এই দুজনেই ভারতের এখন নির্ভরযোগ্য ক্রিকেটার। আর তৃতীয় ক্রিকেটার হিসাবে রাখতে চাইছে হার্দিকের দাদা ক্রুনাল পান্ডে। গত দুই আইপিএলে দুর্দান্ত খেলা ক্রুনালকে রেখে দিতেই চাইছে তাঁর ফ্রাঞ্চাইজ।
রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের দলের জন্য গ্যারি কার্স্টেন ও আশিষ নেহরাকে কোচ হিসাবে এনেছে। দিল্লী ডেয়ারডেভিলস সিদ্ধান্ত নিয়েছে তাদের দলে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ থাকবেন। তেমনভাবে সানরাইজ হায়দ্রাবাদ দলেও থেকে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান এবং ভুবণেশ্বর কুমার। স্টিভ স্মিথকে রেখে দেওয়া হবে রাজস্থান রয়্যালসের টিমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*