চেন্নাই সিটি এফ.সির কাছে হার মোহনবাগানের, দায় স্বীকার করে পদত্যাগ করলেন সঞ্জয় সেন

ঘরের মাঠে চেন্নাই সিটি এফ.সির কাছে ২-১ গোলে হেরে গেলো মোহনবাগান। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। এদিন খেলা শেষ হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন বাগানের সদস্য, সমর্থকরা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বসার সময় তাকে উদ্দেশ্য করে ঢিল ছোঁড়ে সমর্থকরা। বাগানের হেডস্যারের গায়ে থুতু দেওয়া হয় বলেও অভিযোগ।

প্রসঙ্গত, আই লিগে টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি সবুজ মেরুন। ড্র করেও সমর্থকদের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পেরেছিল। আর এবার গো হারা হারলো শতাব্দী প্রাচীন এই ক্লাব। ১০ জনে খেলা চেন্নাই সিটি এফ.সির কাছে রীতিমতো মুখ থুবড়ে পড়ল সঞ্জয় ব্রিগেড। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় চেন্নাই। সৌরভ দাসের ভুল পাস ধরে রিবেইরো আলমেইদ বল বাড়ান মিশেল জোয়াকিমকে। তিনি গোল করতে ভুল করেননি। ২৭ মিনিটে সমতা ফেরাতে পারত মোহনবাগান। কি‍ন্তু ক্রোমার শট বারে লেগে ফিরে আসে। ৩৪ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। গোলমুখী বল মোহনরাজ হাত দিয়ে আটকালে পেনাল্টি পায় মোহনবাগান। মোহনরাজকে লালকার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রোমা। এরপর দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে সুসাইরাজের পাস থেকে চেন্নাইয়ের হয়ে জয়সূচক গোল করেন ভেনিয়ামিন শুমেইকো। ১০ জনে খেললেও এদিন চেন্নাইয়া এফ.সির আক্রমনাত্মক ফুটবলের কাছে কার্যত হার মেনে নেয় মোহনবাগান ব্রিগেড। ম্যাচ শেষের পরই বিক্ষোভে ফেটে পড়ে সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। সঞ্জয় সেন গো ব্যাক স্লোগানও ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*