ভারত টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে

শনিবার জোহানেসবার্গে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ ২-১ হারলেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরেই থেকে গেল ভারত। সেই সঙ্গে পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ মার্কিন ডলার। ৩ এপ্রিলের সময়সীমার আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে আর ভারতকে টপকে যাওয়া সম্ভব হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের পয়েন্ট ছিল ১২৪। সেখানে দক্ষিণ আফ্রিকা ছিল ১১১ পয়েন্টে। এখন সিরিজ শেষে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ১২১, দক্ষিণ আফ্রিকার ১১৫। এর ফলে পর পর দু’বছর শীর্ষে থেকেই শেষ করল ভারত। বিশ্বের দশম টেস্ট অধিনায়ক হিসাবে কোহালির হাতে টেস্ট শ্রেষ্ঠত্বের এই শিরোপা তুলে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টের পরে কোহালির হাতে সেই শিরোপা তুলে দিয়েছিলেন সুনীল গাওস্কর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*