বহুক্ষণ মেলেনি বেড! করোনা প্রাণ কাড়ল বারুইপুর পূর্বের বিদায়ী বিধায়কের

একের পর এক আঘাত হানছে করোনা। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বারুইপুর পূর্বের বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডলের। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি।

এরপরেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করার কথা চিন্তা করে পরিবার। অভিযোগ, বৃহস্পতিবার গোটা দিন তাঁর জন্য একটি বেডের ব্যবস্থা করতে পারেনি পরিবার। সোমবার রাতে শেষমেশ বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এলাকাবাসীর দাবি, আপদে বিপদে তাঁরা পাশে পেতেন বিধায়ককে। বিলাসবহুল জীবন থেকে বহু দূরে ছিলেন তিনি। এমনকী, মাঠে নেমে ধান কাটতেন তিনি, জানাচ্ছেন এলাকাবাসী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী। প্রসঙ্গত, একুশের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। বার্ধক্যজনিত কারণেই দলের এই সিদ্ধান্ত বলেন জানা যায়।

একের পর এক আঘাত হানছে করোনা। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বারুইপুর পূর্বের বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডলের। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া।
পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপরেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করার কথা চিন্তা করে পরিবার।

অভিযোগ, বৃহস্পতিবার গোটা দিন তাঁর জন্য একটি বেডের ব্যবস্থা করতে পারেনি পরিবার। সোমবার রাতে শেষমেশ বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এলাকাবাসীর দাবি, আপদে বিপদে তাঁরা পাশে পেতেন বিধায়ককে। বিলাসবহুল জীবন থেকে বহু দূরে ছিলেন তিনি। এমনকী, মাঠে নেমে ধান কাটতেন তিনি, জানাচ্ছেন এলাকাবাসী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী।

প্রসঙ্গত, একুশের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। বার্ধক্যজনিত কারণেই দলের এই সিদ্ধান্ত বলেন জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*