কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি, বয়স হয়েছিল ৯১

করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বর্ষীয়ান আইনজীবী ও পদ্মবিভূষণ প্রাপ্ত সোরাবজি দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান।

১৯৩০ সালে মুম্বইয়ে জন্ম সোলি জাহাঙ্গির সোরাবজির ৷ ১৯৫৩ সালে বম্বে হাইকোর্টে তিনি আইনের প্র্যাকটিস শুরু করেন ৷ ১৯৭১ সালে সুপ্রিম কোর্ট তাঁকে শীর্ষ আইনজীবীর পদ দেয়৷ সোরাবজি প্রথমবার অ্যাটর্নি জেনারেল হন ১৯৮৯ সালে৷ ফের ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ওই পদে অভিষিক্ত ছিলেন ৷

মানবাধিকার রক্ষার লড়াইয়ে একনিষ্ঠ আইনজীবী সোরাবজি ১৯৯৭ সালে নাইজেরিয়ার জন্য রাষ্ট্রসংঘের স্পেশ্যাল রাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হন৷ তাঁর বিরাট কর্মজীবনে রাষ্ট্রসংঘের সাব-কমিশন অন প্রোমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটসে যোগ দেন সোলি সোরাবজি ৷ ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে চেয়ারম্যান পদে ছিলেন ৷

রাষ্ট্রসংঘের সংখ্যালঘুদের সুরক্ষা ও বৈষম্যরোধ সংক্রান্ত সাব-কমিশনেরও সদস্য ছিলেন পদ্মবিভূষণ প্রাপ্ত সোরাবজি ৷ এখানেই শেষ নয়, ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত হেগ-এ রাষ্ট্রসংঘের বিশ্ব আদালতের সদস্য ছিলেন সোরাবজি ৷ ২০০২ সালে তিনি দেশের সংবিধানের কাজ নিয়ে পর্যালোচনার জন্য গঠিত কমিশনের সদস্য ছিলেন তিনি ৷

সুপ্রিম কোর্টের নানা ঐতিহাসিক মামলার সঙ্গে জড়িত ছিলেন সোলি সোরাবজি ৷ তিনি বাক-স্বাধীনতা, রাজ্যে পুলিশের ক্ষমতাকে সীমিত করা এবং প্রধানমন্ত্রী ও রাজ্যপালের অত্যধিক ক্ষমতার পরিবর্তে প্রাণবন্ত গণতন্ত্রের পক্ষে সওয়াল করেছেন ৷ জ্যাজের প্রতি তাঁর ভালোবাসাও ছিল সর্বজনবিদিত ৷ দেশের এই গর্বের মানুষটির জন্য আমাদের তরফেও রইল শ্রদ্ধা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*