ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ছক নস্যাৎ করলো ব্রিটেন পুলিশ

সূত্রের খবর অনুসারে, সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে’কে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ব্রিটেনের পুলিশ। সন্ত্রাস দমন আইনে ২০ বছরের নাইমুর জাকারিয়া রহমান ও ২১ বছরের মোহাম্মদ আকিব রহমান নামের দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন মেট্রোপলিটন পুলিশ। এই দুই যুবকের পরিকল্পনা ছিলো, প্রথমে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটানো হবে। এরপর সেই সুযোগে প্রধানমন্ত্রী থেরেজা মে’র ওপর হামলা করে তাকে হত্যা করা হবে।
গত ২৮ নভেম্বর তাদের আটক করে কাউন্টার টেররিজম ইউনিট। নাইমুরের বাসা উত্তর লন্ডনে এবং আকিব থাকতেন দক্ষিণ-পূর্ব বার্মিংহামে। আটক নাইমুর ও আকিব ডাউনিং স্ট্রিটে হামলা ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান মঙ্গলবার এ পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে জানিয়েছেন। আটক দুই যুবককে বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*