সফল উৎক্ষেপণ আকাশের

বুধবার, “আকাশ” মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। মঙ্গলবার, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (ITR) তৃতীয় লঞ্চ কমপ্লেক্স থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। ডিআরডিও সূত্রে জানানো হয়, এদিন প্রথমে চালকবিহীন বিমান ‘বংশী’-কে আকাশে ওড়ানো হয়। এরপর ‘আকাশ’ গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

জানা গিয়েছে, আকাশ মিসাইল সিস্টেমটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। অর্থাৎ, একে উৎক্ষেপণ করতে কারও প্রয়োজন নেই। দেশের আকাশসীমায় যে কোনও শত্রু বিমান, ড্রোন বা মিসাইল প্রবেশ করলে, এই সিস্টেম মারফৎ ‘আকাশ’ মিসাইল সঙ্গে সঙ্গে নিজেই উড়ে গিয়ে তাকে ধ্বংস করতে সক্ষম।

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশ মিসাইলের প্রথমবার পরীক্ষা করল ভারত। ৫৫ কেজি অস্ত্রবহনে সক্ষম এই মিসাইলটির পাল্লা ২৫ কিলোমিটার। এই মিসাইলটি ভারতীয় সেনাতে অন্তর্ভুক্তি করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*