দৃষ্টিহীন শিশুদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী

বুধবার, ৯০ বছর পূর্ণ করেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। এদিন আডবাণীকে টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সম্মানীয়  আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মোদী আরও বলেন, আডবাণীজি হলেন রাজনীতির দিকপাল ব্যক্তি, যিনি দেশের প্রতি কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে নিজের জন্য একটা আলাদা জায়গা তৈরি করেছেন। তিনি যোগ করেন, আডবাণীজির থেকে পরামর্শ ও পথনির্দেশ পাওয়ার জন্য আমরা, বিজেপি কর্মকর্তারা অত্যন্ত ভাগ্যবান। বিজেপির গঠনে তাঁর নিরন্তর প্রয়াস গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এদিন সকালে প্রবীণ বিজেপি নেতার পৃথ্বীরাজ রোডের বাসভবনে সবার আগে পৌঁছে তাঁকে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এরপর এক এক করে বহু কেন্দ্রীয় মন্ত্রী এসে দেখা করেন আডবাণীর সঙ্গে। আডবাণীকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার এবং অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।

বাসভবনে এসে সাক্ষাত করেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-ও। বহু বিজেপি নেতা এদিন আডবাণীর বাসভবনে যান দেখা করতে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী টুইটারে লেখেন, শুভ জন্মদিন আডবাণীজি। দারুণ দিন কাটুক আপনার। টুইটারে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, লালকৃষ্ণ আডবাণীজিকে শুভ জন্মদিনের অভিনন্দন। তাঁর দীর্ঘায়ুর জন্য স্বাস্থ্য ও আনন্দলাভের প্রার্থনা করি।

এদিকে, নিজের বাসভবনে দৃষ্টিহীন শিশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন ‘লৌহমানব’। বাসভবনেপর সামনের বাগিচায় শিশুদের নিজের হাতে করে খাওয়ান। তাদের স্কুল ব্যাগ উপহার দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*