“অযোধ্যার গলিতে আর গুলি চলবে না”: যোগী আদিত্যনাথ

মনে হচ্ছে ত্রেতা যুগে ফিরে গিয়েছি। সোমবার (২২ জানুয়ারি) রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর রাম আবেগে ভাসতে দেখা গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। রামলালার অভিষেক উপলক্ষে এদিন অযোধ্যায় আগমন হয়েছিল দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথির। সকল অতিথিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার রাম মন্দির থেকে জনগণের উদ্দেশে যোগী আদিত্যনাথ বলেন, আজ সবার মনে রামের নাম, গোটা দেশ রামময় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সম্ভবত বিশ্বের আর কোনও দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে তাদের ঈশ্বরের জন্মভূমিতে মন্দির নির্মাণের জন্য এত সংগ্রাম করতে হয়নি। আজ, সমস্ত সাধু-সন্ন্যাসীদের সংগ্রামের পর, সেই শুভ মুহূর্ত এসেছে। ভগবান রামের মন্দির সেই জায়গাতেই তৈরি হয়েছে, যেখানে আমরা তা নির্মাণের সংকল্প করেছিলাম। এই জন্য, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্দির নির্মাণে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ আমরা গর্ভগৃহে রামলালার অতিপ্রাকৃত রূপ দেখেছি। যে কারিগর রামের এই রূপ তৈরি করেছেন, আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আমাদের মনে রামের যে রূপ ছিল, সেই রূপই তিনি এই মূর্তিতে ফুটিয়ে তুলেছেন। শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণে যারা অবদান রেখেছেন, তাঁরা ধন্য, তাঁরা মহান। আজ সবাই অযোধ্যায় আসতে চাইছে। দেখে মনে হচ্ছে আজ যেন অযোধ্যায় ত্রেতাযুগের মহিমা নেমে এসেছে।

যোগী আদিত্যনাথ বলেন, অযোধ্যায় শুধু মন্দির নয়, বিমানবন্দর তৈরি করা হয়েছে। অযোধ্যায় ৪ লেনের রাস্তা তৈরি করা হয়েছে। সরায়ু নদীতে ক্রুজ চলছে। এই সব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা এবং নেতৃত্ব ছাড়া সম্ভব হত না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, এখন অযোধ্যার গলিতে আর গুলি চলবে না। বদলে গলিতে গলিতে মানুষ রাম ভজন গাইবে। অযোধ্যায় আসতে কাউকে বাধা দেওয়া হবে না। অযোধ্যা-সহ সারা দেশে রামরাজ্য প্রতিষ্ঠা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*