৪৮ ঘণ্টায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানালো আবহাওয়া দফতর

শুক্রবার দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর ৷ তবে পর্যাপ্ত জলীয় বাষ্পের অভাবে বৃষ্টির সম্ভাবনা কম। এদিন সকাল থেকেই কুয়াশা, আংশিক মেঘলা ছিল আকাশ ৷ তবে বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ে ৷

আগামী ৪৮ ঘণ্টাতেও এমনই থাকবে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

শুক্রবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিকে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। তার জেরে ওড়িশা ও বাংলা উপকূলে বৃষ্টির সম্ভাবনা প্রবল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*