আগামীকাল থেকে শুরু যুব বিশ্বকাপ

আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। নিউজিল্যান্ডের চারটি শহর ক্রাইস্টচার্চ, কুইন্সপার্ক, টরাঙ্গা ও ভাঙ্গেরাইয়ের সাতটি গ্রাউন্ডে বসছে ১২তম যুব বিশ্বকাপ আসর। উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ধরণের আসর থেকেই বিরাট কোহলি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, রায়ান হ্যারিসের মতো তারকা ক্রিকেটাররা ক্যারিয়ারের শুরতে চমক দেখান। খেলা শুরু ভোর ৪টায়। উদ্বোধনীর দিনে ম্যাচ হবে চারটি। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড খেলবে গতবারের চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশের মাটিতে সর্বশেষ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ক্যারিবীয়নরা।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর প্রথমবার মঞ্চস্থ হয় ১৯৮৮তে অস্ট্রেলিয়ার মাটিতে। যুব বিশ্বকাপে সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে ভারত ও অস্ট্রেলিয়া।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় জানালেন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের লড়াইয়ের জন্য তৈরি তাঁর ছেলেরা। তাঁর বক্তব্য, ‘‘আমার দলের ছেলেদের অভিজ্ঞতা অর্জনের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিছু করে দেখানোর সুযোগ ওদের সামনে। আমি আশাবাদী, ওরা পারবে।’’ মঙ্গলবারই প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারায় ভারত। বাংলার পেসার ঈশান পোড়েল চারটি উইকেট নিয়ে এই জয় আরও সহজ করে তোলেন। এই ভারতীয় দলের অধিনায়ক পৃথ্বী শা। যাঁকে আগামীদিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*