আজকের দিন

কুনাল বসু

জন্মঃ ৪ মে ১৯৫৬
তিনি ইংরেজি কথাসাহিত্যের একজন ভারতীয় লেখক। তাঁর লেখা পাঁচটি উপন্যাস – দি ওপিয়াম ক্লার্ক (২০০১), দি মিনিয়েচারিস্ট (২০০৩), র‍্যাসিস্টস (২০০৬), দি ইয়েলো এম্পেরর’স কিওর (২০১১) এবং কলকাতা (২০১৫)। এছাড়া তিনি প্রচুর ছোটগল্প লিখেছেন, জাপানি ওয়াইফ (২০০৮), শিরোনামে লেখা তার গল্পের উপর ভিত্তি করে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন একই শিরোনামে।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

জ্যোতি সিং রানধাওয়া

জন্মঃ ৪ মে ১৯৭২
তিনি একজন ভারতীয় গল্ফ খেলোয়াড়। ২০০৪- ২০০৯ সাল পর্যন্ত তিনি বহুবার গল্ফ টপ ১০০ জনের মধ্যে থেকেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

তৃষা কৃষ্ণান

জন্মঃ ৪ মে ১৯৮৩
তিনি একজন অভিনেত্রী ও মডেল। দক্ষিণ ভারতীয় ছবিতে তিনি মূলত অভিনয় করেছেন। ১৯৯৯ সালে মিস মাদ্রাজ কনটেস্টে তিনি সফল হয়েছিলেন। তারপর বহু তামিল, তেলেগু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*