১০ মিনিটেই শেষ শুনানি, ১০ দিনের পুলিশি হেফাজত শাহজাহানের

বুধবার রাতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। বৃহস্পতিবার তাঁকে তোলা হয় বসিরহাট আদালতে। দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া তাঁকে দাবি শাহজাহানের আইনজীবীদের। আদালত সূত্রে খবর, এ দিন ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে বিচারক ১০ দিনের নির্দেশ দিয়েছেন।

আজ ১০ মিনিটেই সওয়াল-জবাব পর্ব শেষ হয় আদালতে। এরপর শাহজাহানকে বের করে নিয়ে আসা হয় আদালতের বাইরে। তৃণমূল নেতার দুই আইনজীবী রাজা ভৌমিক ও অভিজিৎ ঘোষ বলেন, “পুলিশ ১৪ দিন চেয়েছিল। ১০ দিনের নির্দেশ দিয়েছে আদালত। আমরা জামিন চেয়েছিলাম। ইডির উপর হামলার ঘটনায় নাম রয়েছে ঠিকই। তবে সরাসরি কোনও যোগ ছিল না।”

এদিন, শাহজাহানের মামলাটি ‘স্পেশাল কেস’ হিসাবে গণ্য করা হয়েছে। অন্যান্য দিন এই অপররাধমূলক মামলা ২টোর পর শুরু হয়। তবে এই কেসে আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে পৌঁছে যান বিচারক। কার্যত রুদ্ধ-দ্বার কক্ষে কার্যত শুনানি হয়। এখন দেখার তাঁকে কোথায় রাখা হয়। উল্লেখ্য, ইডি উপর হামলার ৫৬ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। মিনাখাঁর বামনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে গ্রেফতার, পুলিশ সূত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*