সিবিআইয়ের ঝগড়া নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সিবিআইয়ের এসপি এস এস গুরুম

সিবিআইয়ের ঝগড়া নিয়ে আরও এক অফিসার আদালতের দ্বারস্থ হলেন। সংস্থার স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা কোর্টে আবেদন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এফআইআর বাতিল করে দেওয়া হোক। সেই আবেদনের বিরুদ্ধে সিবিআইয়ের এসপি এস এস গুরুম দিল্লি হাইকোর্টে জানিয়েছেন, নিজের সম্পর্কে অনেক তথ্য গোপন করেছেন আস্থানা। তিনি আদালতকে ভুল বোঝাতে চাইছেন।
গত ২৩ অক্টোবর সিবিআইয়ের ন’জন অফিসারকে বদলি করা হয়।  অভিযোগ, যাঁরা রাকেশ আস্থানার বিরোধী ছিলেন, তাঁদেরই বেছে বেছে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুরুমকে পাঠানো হয়েছে জব্বলপুরে । তিনি আস্থানার মামলায় একটি পক্ষ হতে চান। হাইকোর্টে তাঁর আর্জি, সিবিআই আস্থানাকে বাঁচানোর চেষ্টা করছে। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তিনি একথা বলছেন।  রাকেশ আস্থানার আর্জি নাকচ করার জন্যও তিনি আর্জি জানিয়েছেন।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন সিবিআইয়ের আরও এক অফিসার। তিনি হলেন ডিএসপি এ কে বাসসি । তিনি আস্থানার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে পোর্ট ব্লেয়ারে।  বাসসি বলেন, আস্থানা দুর্নীতির মামলায় অপর অভিযুক্তদের সঙ্গে ফোনে কী কথা বলেছেন, সব নথিভুক্ত করা আছে। কিন্তু সিবিআই তা আদালতে দেখাবে কিনা সন্দেহ।
বাসসির দাবি, একটি গুরুত্বপূর্ণ তদন্ত ভণ্ডুল করে দেওয়ার জন্য তাঁকে বদলি করা হয়েছে। তাঁর আবেদনের শুনানি হবে ২ নভেম্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*