বর্ষবরণের টুইট মোদীর

নতুন বছর শুরুর আগে টুইট প্রধানমন্ত্রীর ৷ ২০২০ সাল নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদি ৷ ১৩০ কোটি ভারতীয়ের প্রগতিতে এবছরের মতো আগামী বছরেও দেশের সাধারণ মানুষই সামনের সারিতে থাকবে, টুইটে এমনই আশাপ্রকাশ করলেন তিনি ৷

টুইটারে ২০১৯ সালের সাফল্যগুলিকে নিয়ে এক ব্যবহারকারীর গানও রিটুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি লেখেন, ” খুবই ভালো মিশ্রণ ৷ ২০১৯-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্যকে ভালোভাবে তুলে ধরা হয়েছে গানটিতে ৷ এবছরের মতো ২০২০ সালেও দেশের মানুষ ভারতের প্রগতিতে সামনের সারিতে থাকবে ৷ “

টুইটারের গানের ওই ভিডিয়োটিতে ৩৭০ ধারা প্রত্যাহার করা, করতারপুর করিডর চালু করা থেকে শুরু করে দেশের প্রথম সেমি হাই স্পিড রেল, একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সহ মোদি সরকারের বেশ কিছু সাফল্যকে তুলে ধরা হয়েছে ৷ পুলওয়ামায় হামলার পর বায়ুসেনা অভিযান, অ্যান্টি-SAT স্যাটেলাইট পরীক্ষা ও হাউডি মোদির কথাও তুলে ধরা হয় ভিডিয়োয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*