BJP ক্ষমতায় এলে বাংলা সন্ত্রাসমুক্ত হবে, দাবি মিঠুনের

BJP সরকারে এলে সন্ত্রাস হবে না। হিংসার ঘটনা ঘটবে না। আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন মিঠুন চক্রবর্তী।

বুধবার আলিপুরদুয়ার মাদারিহাট বীরপাড়া বিধানসভার গয়েরকাটাতে সভা করেন তিনি। তুফানগঞ্জের রোড শো শেষ করে হেলিকপ্টারে গয়েরকাটায় নামেন মিঠুন চক্রবর্তী। এদিন BJP প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে সভা করেন তিনি। জলপাইগুড়ি জেলার গয়েকাটা শ্মশান মাঠে এই নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিজেপি নেতা ও কর্মীরা। আবহাওয়া খারাপ থাকার কারনে মহাগুরুর সভায় আসতে কিছুটা দেরি হয়৷

এদিন মিঠুন চক্রবর্তী বলেন, ‘রাজ্যে BJP ক্ষমতায় এলে সন্ত্রাসমুক্ত হবে বাংলা। শান্তির পরিবেশ তৈরি হবে রাজ্যজুড়ে।’ পাশাপাশি BJP সরকার ক্ষমতায় এলে চা বাগানের শ্রমিকদের মজুরিবৃদ্ধি সহ একাধিক উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন তিনি।

এর আগে, শালতোড়ায় রোড শো করেছিলেন মিঠুন। সেদিন তিনি বলেছিলেন, ‘বাংলার সঙ্গে আমার আত্মিক যোগ। ভোটে লড়লে সুবিধাবাদী হয়ে যাব। ভোটে আমি লড়ব না।’সেদিনও মিঠুনকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ভিড়ের জেরে সেদিন হেলিকপ্টার থেকে নামতে পারেননি মিঠুন। ১৫ মিনিট কপ্টারেই বসে থাকেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তোলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জল্পনা ছড়ায় যে, বাংলায় BJP-র মুখ হতে পারেন মিঠুন। এই জল্পনার আবহে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হিসেবে নাম তোলেন মিঠুন। যার জেরে জল্পনা আরও জল-হাওয়া পায়। কিন্তু, BJP-র প্রার্থী তালিকায় মিঠুনের নাম না থাকায়, সেই জল্পনায় ইতি পড়ে।

BJP-তে যোগ দিয়েই বাংলার সুপারডুপার হিট ছবি ‘MLA ফাটাকেষ্ট’-এর সুপারহিট ডায়লগ ‘মারব এখানে লাশ পড়ব শ্মশানে’ শোনা যায় মিঠুনের গলায়।

পাশাপাশি ভোটপ্রচারে রীতিমতো দামামা বাজিয়ে মিঠুন ফিল্মি স্টাইলে বলেছিলেন, ‘আমি জলঢোড়া নই, বেলেবড়া নই, আমি জাত কোবরা গোখরো, এক ছোবলেই ছবি।’ উল্লেখ্য, মিঠুনের ফিল্মি ডায়লগ হিসেবে ‘এক ছোবলেই ছবি’ অত্যন্ত হিট। সেই ডায়লগ বলেই কার্যত একুশের মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মহাগুরু। মিঠুন বলেন, ‘এবার এটাই হবে, এক ছোবলেই ছবি।’
[31/03, 8:06 PM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*