সংবিধান মানুষের চলাফেরার অধিকার নিশ্চিত করেছে; সকলে শান্তি, সম্প্রীতিতে বসবাস করুকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতার পোস্তা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীরে বাংলার শ্রমিকদের নির্মম হত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এক বিজেপি নেতা মন্তব্য করেছেন নিহতরা শ্রমিক ছিলেন, বাঙালী নয়। যখন গুজরাটিরা খুন হয় আমরা কি বলি না গুজরাটি খুন হয়েছে? তাহলে বাংলার মানুষকে বাঙালী বলতে আপত্তি কোথায়?

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাঙালী শ্রমিকরা বিজেপি শাসিত রাজস্থান ও গুজারাটে খুন হয়েছে। একজন ভারতীয় দেশের যে কোনও জায়গায় কাজ করতে যেতে পারে। অন্য রাজ্যের মানুষও বাংলায় কাজ করতে আসতে পারে, এটাই আমাদের বৈশিষ্ট্য। সংবিধান মানুষের চলাফেরার অধিকার নিশ্চিত করেছে। কেউ কাশ্মীরে গিয়ে কাজ করলে সে বহিরাগত হয় কি করে? এদিন তিনি বলেন, প্রত্যেক রাজ্যের নিজস্ব পরিচিতি আছে এবং সেখানে ভিন রাজ্য থেকে মানুষ এসে শান্তিতে বসবাস করেন। আমরা কখনও কাউকে বলতে পারি না তুমি উত্তর প্রদেশ বা বিহার থেকে এসেছ তাই বেরিয়ে যাও। আমরা ভারতীয় সংবিধানকে সম্মান করি, মেনে চলি।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*