বলবিন্দর সিংয়ের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করেছে রাজ্য পুলিশ, আবারও টুইট ধনকড়ের

দিনভর তাণ্ডবের পরেও নবান্নে পৌঁছতে পারেনি বিজেপির মিছিল। যদিও গেরুয়া শিবিরের দাবি, তাদের অভিযান যথেষ্ট সফল। হাওড়া ময়দানের সেই মিছিল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই ইস্যুতেই এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

সোমবার ফের দু’টি টুইট করেন রাজ্যপাল। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা ওই টুইটে বলবিন্দর সিংয়ের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তার সঙ্গে কার্যত অমানবিক আচরণ করা হয়েছে বলেও তোপ দাগেন ধনকড়। এছাড়া আরেকটি টুইটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বিশ্বকবির কথা অনুযায়ী মাথা তুলে চলার কথাও উল্লেখ করেন তিনি। নিজেকে বদলানোর সময় এসেছে বলেও টুইটে খোঁচা জগদীপ ধনকড়ের।

বলবিন্দর সিংয়ের গ্রেপ্তারি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে গেরুয়া শিবিরের তরজা লেগেই রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিনদুয়েক আগে দাবি করেন শিখ সম্প্রদায়ের মানুষ বলেই বলবিন্দরকে হেনস্তা করতে পেরেছে পুলিশ। তবে ‘গোল টুপি’ পরা কারোর সঙ্গে এ কাজ করতে পারতেন না উর্দিধারীরা।

যদিও রবিবার রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরের তরফে টুইটে এই ঘটনার সমালোচনার পালটা জবাব দেওয়া হয়। অভিযোগ, ঘটনাকে সাম্প্রদায়িকতার রং দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। এদিকে, রবিবারই বলবিন্দরের সঙ্গে পুলিশের এই আচরণের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয় শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ধনকড়। এরপর বিষয়টি নিয়ে টুইট করে তিনি তীব্র প্রতিবাদ জানান। টুইটারে লেখেন, এমনটা কোনও সভ্য দেশে হয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। রবিবারের পর সোমবারও বলবিন্দর ইস্যুতে টুইটে রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন ধনকড়।

https://twitter.com/jdhankhar1/status/1315504622811770880
https://twitter.com/jdhankhar1/status/1315505430596972544

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*