আইপিএলের পুরোনো দলে বিরাট, ধোনি এবং রোহিত

বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার হলেন। আজ তাঁর পুরোনো দল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে ১৭ কোটি টাকায় নিজেদের দলে রেখে দিলো। আজই ছিল শেষ দিন আইপিএল ফ্রাঞ্চাইজগুলোর, যে যার পুরোনো খেলোয়াড়কে ধরে রাখার। সেই অনুযায়ী আগামী নিলামে ফ্রাঞ্চাইজগুলির ধার্য্য করা ৮০ কোটি টাকার মধ্য থেকে নিজেদের পুরোনো ভরসাযোগ্য খেলোয়াড়কে অর্থ দিয়ে নিয়ে রাখলো। ১৭ কোটি দাম পেয়ে বিরাট আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যায়বহুল ক্রিকেটার হয়ে গেলেন। এর আগে পুনে সুপার জায়েন্টস ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের বেনস স্টোকসকে কিনেছিলো। এটাই এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিলো। তবে এদিন অন্যান্য ফ্রাঞ্চাইজরাও যে যার পছন্দের ক্রিকেটারকে নিয়ে রেখেছে। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স ১৫ কোটির বিনিময়ে রোহিত শর্মাকে রেখে দিয়েছে। মুম্বাই-এর তিনটি আইপিএল চ্যাম্পিয়ান দলের ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। সাথে জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকেও নিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে দুই সিজন সাসপেন্ড থাকা দল চেন্নাই সুপারকিংস তাদের প্রিয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে রেখে দিলো ১৫ কোটি টাকা দিয়ে, সাথে সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজাকেও নিয়ে রাখলো তারা। তবে আশ্চর্যের ব্যাপার কলকাতা নাইট রাইডার্স তাদের পুরোনো ক্যাপ্টেন গৌতম গম্ভীরকে ছেড়ে দিলো। তারা রেখে দিলো ওয়েস্ট ইন্ডিজের দুই প্লেয়ার সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে। এছাড়াও সানরাইজ হায়দ্রাবাদ রেখে দিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্ণার এবং ভুবনেশ্বর কুমারকে। দিল্লী ডেয়ারডেভিলস রেখে দিলো দুই ইয়ং প্লেয়ার ঋষভ পন্থ এবং সদ্য ভারতীয় দলে ঢোকা শ্রেয়স আইয়ারকে। রাজস্থান রয়ালস অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথকে রেখে দিয়েছে এবং কিংস ইলেভেন পাঞ্জাব রেখে দিয়েছে অক্ষর প্যাটেলকে।
কোন দল কাকে রাখলো এবং কত টাকা নিলামের জন্য থাকলোঃ- (সর্বোচ্চ টাকা ধার্য্যঃ ৮০ কোটি)
১. মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টিমে রেখে দিলোঃ রোহিত শর্মা, বুমরাহ, হার্দিক পান্ডিয়া (বাকি থাকলো ৪৭ কোটি)
২. দিল্লী ডেয়ারডেভিলসে রয়ে গেলোঃ ক্রিস মরিস, ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার (বাকি থাকলো ৪৭ কোটি)
৩. রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এ বিরাট কোহিলি, এবি ডেভিলিয়ার্স, সরফরাজ খান (বাকি থাকলো ৪৯ কোটি)
৪. চেন্নাই সুপার কিংস – মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা (বাকি থাকলো ৪৭ কোটি)
৫. রাজস্থান রয়ালস – স্টিভ স্মিথ (বাকি থাকলো ৬৭.৫ কোটি)
৬. কিংস ইলেভেব পাঞ্জাব – অক্ষর প্যাটেল (বাকি থাকলো ৬৭.৫ কোটি)
৭. কলকাতা নাইট রাইডার্স – সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল (বাকি থাকলো ৬৭.৫ কোটি)
৮. সানরাইজ হায়দ্রাবাদ – ডেভিড ওয়ার্ণার এবং ভুবনেশ্বর কুমার (বাকি থাকলো ৬৭.৫ কোটি)

ফাইল ছবি থেকে সংগৃহীত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*