কেপটাউনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের দারুণ শুরু

আজ বুধবার কেপটাউনে তৃতীয় ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি কোহিলিরা। আগের দুটি ম্যাচেই জিতে ২-০ তে এগিয়ে আছে ভারত। কেপটাউনে আজকের ম্যাচ জিতেই সিরিজে ৩-০ তে এগিয়ে যেতে চায় ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকা দলে এখন চোট আঘাতে জর্জরিত। প্রথম ম্যাচ থেকেই চোটের জন্য খেলেননি ডিভিলিয়ার্স, তারপর অধিনায়ক ডুপ্লেসির চোটের পর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুইন্টন ডি ককও। তবে ভারতের দুই স্পিনার যজুবেন্দ্র চাহল ও কুলদীর যাদবের স্পিন বোলিংয়ের সামনে গত দুটি ম্যাচেই কার্যত অসহায় দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপকে।
আজ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচেও ভাল জায়গায় ভারতীয় দল। আজ প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য ভারতীয় দল শুরুটা ভাল করতে পারেনি। প্রথম ওভারের শেষ বলে ফিরে গিয়েছেন রোহিত শর্মা (০)। এরপর ওপেনার ধবনের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতের অধিনায়ক। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে চলেছেন বাঁ হাতি ওপেনার শিখর ধবন (৭৪) ও অধিনায়ক বিরাট কোহলি (৫৭)। ভারতের রান বাড়িয়ে চলেছেন বিরাট ও ধবন। তাঁদের জুটিতে ইতিমধ্যেই একশোর বেশি রান যোগ হয়েছে। ২২.৩ ওভারের শেষে ভারতীয় দলের রান এক উইকেটে ১৩৭।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*