ভারী বৃষ্টির জেরে গ্রিসে মৃত ৭, জলবন্দি প্রায় ২০ হাজার

সারারাত ভারী বৃষ্টির জেরে গ্রিসের তিনটি প্রদেশে মৃত্যু হল অন্তত ৭ জনের৷ মানদ্রা, নেয়া পেরামোস ও মেগারা শহর এবং এথেন্সের পশ্চিমের গ্রামীণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বাড়ির ভেতরে আটকে এখনও বহু মানুষ। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বন্যায় নিহতদের জন্য গভীর শোক জ্ঞাপণ করেন। এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে প্রায় ১২০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বন্যার জেরে জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। বন্যা কবলিত এলাকা গুলিতে জারি করা হয়েছে সতর্কতা। এখনও পর্যন্ত জলবন্দি প্রায় ২০ হাজার মানুষ। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*