রেশন বিলির উদ্যোগ বানচাল করতেই আগুন পাতলেবাসে

শনিবার রাত ২ থেকে ২.৩০টে নাগদ পাতলেবাসে আগুন লাগানো হয় স্থানীয় রেশন দোকান ও ৩টি বাড়িতে। রেশন দোকান ও বাড়িগুলি ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারা ৩ রাউন্ড গুলির চলার আওয়াজও পেয়েছেন বলে জানিয়েছেন। এই রেশন দোকান থেকেই রবিবার রেশন বিলি হওয়ার কথা ছিল। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সরকারের রেশন বিলির প্রচেষ্টাকে বানচাল করার জন্য গুরুংপন্থীরা এই কাজ করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পাশাপাশি দার্জিলিং-এ গুরুংপন্থীরা আছে, সেটা জানান দেওয়ারও চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন বন্‌ধ-এর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছিল পাহাড়ে। একচ্ছত্ররাজ শেষ হয়েছে বিমল গুরুং-এ। বিমল বাহিনীকে টেক্কা দিয়ে এগিয়ে গেছেন বিনয় তামাং। তাই জনবিচ্ছিন্ন হয়ে আবার হিংসার আগুন জ্বেলে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে বিমল গুরুং বাহিনী। এই বিমলগুরুংপন্থীদের গুলিতেই নিহত হয়েছেন তরুণ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। তবে রাজ্যের পুলিশ গুরুং বাহিনীকে একবারে কোণঠাসা করতে তৎপর হয়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় তল্লাশিতে মিলছে অস্ত্রশস্ত্র। গুরুং-কে ধরতে ছকও তৈরি করেছে পুলিশ। খুব বেশিদিন আর পালিয়ে বেড়াতে পারবেন না বিমল গুরুং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*