প্রেমাংশু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বর্ধমান থানায়

বর্ধমানের রবীন্দ্রভবনে নাট্য কর্মশালাকাণ্ডে প্রশিক্ষক প্রেমাংশু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বর্ধমান থানায়। অভিযোগ দায়ের করেন নাট্যকার পাঞ্চালী কর। তিনি ফেসবুকে গোটা বিষয়টি দেখেই প্রশিক্ষক প্রেমাংশু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যৌন নিগ্রহের।

নাট্য কর্মশালায় ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠে খোদ প্রশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বর্ধমানে। ৮ থেকে ১৩ অক্টোবর বর্ধমানের রবীন্দ্র ভবনে ছ-দিনের নাট্য প্রশিক্ষণ শিবির  এই চাঞ্চল্য কর ঘটনাটি ঘটে। রাজ্য সরকারের উদ্যোগে ও মিনার্ভা নাট্য চর্চার ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষক ও প্রশিক্ষিতদের সকলেরই রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বর্ধমান ভবনে। দুই বর্ধমান ও বীরভূম জেলার মোট ২১ জন ছাত্র-ছাত্রী নাট্য কর্মশালায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে ৭ জন ছাত্রী ছিলেন। মূলত ছাত্রীদের অভিযোগ প্রশিক্ষক প্রেমাংশু রায় রাতে মদ্যপ অবস্থায় ছাত্রীদের ফোন ও দরজায় ধাক্কা দিয়ে তাদের ডাকছেন। ছাত্রীদের পরিস্কার বলা হয় তার সঙ্গে মাত্র এক ঘন্টা রাত কাটালে এক বছর মিনার্ভায় নাটক করার সুযোগ মিলবে। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা নাট্য কর্মশালার কোঅর্ডিনেটর সুকুমার ঘোষকে গোটা বিষয়টি জানানোর পর  প্রেমাংশু রায়কে কর্মশালায় অংশ নিতে দেওয়া হয়নি। এরপর তিনি রাতে রীতিমত ছাত্র-ছাত্রীদের হুমকি দেন।

এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসনিক মহল। নবান্ন থেকে কাজল ভট্টাচার্য, গোবিন্দ দাস ছুটে আসেন বর্ধমান রবীন্দ্র ভবনে। সঙ্গে ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। তারা আলাদাভাবে কথা বলেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। বৈঠক শেষে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক জানান, ছাত্র-ছাত্রীদের কাছে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত প্রিয়াংশু রায়কে বিভাগীয় সিধান্ত অনুযায়ী প্রশিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগকারী  দু-জন অভিযুক্ত প্রশিক্ষক প্রেমাংশু রায়ের দৃষ্টান্তমৃলক শাস্তি দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*