৪মে-১০ জুন সিবিএসই বোর্ডের পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

আগামী বছরের ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত চলবে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ তারপরই সন্ধে ছয়টা নাগাদ শিক্ষামন্ত্রকে নিজের অফিস থেকে ভার্চুয়ালি ২০২১-এর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করেন ৷

আগামী বছর অর্থাৎ ২০২১-এর ৪ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত চলবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ তবে এখনও পর্যন্ত পরীক্ষার সূচি ঘোষণা করা হয়নি মন্ত্রকের তরফে ৷ গত সপ্তাহে টুইটারে ২০২০-র ৩১ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ যদিও ওই টুইটের আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, বোর্ডের পরীক্ষা ফেব্রুয়ারির পর হবে ৷

পরীক্ষায় অভ্যন্তরীণ পছন্দের ৩৩ শতাংশ এবং সিলেবাসের ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, কোরোনা পরিস্থিতির কারণে প্র্যাক্টিক্যাল পরীক্ষার বিকল্প থাকতে পারে । তবে পরীক্ষা অফলাইনে লিখিত পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*