মৃত্যু কমলেও রাজ্যের ১০ জেলায় নয়া আক্রান্ত ১০০-র বেশি

বাংলায় খুব একটা হেরফের হল না করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের। সুস্থতার হারেরও কোনও হেরফের হয়নি। তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কমেছে মৃতের সংখ্যা।  

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে ১,৯৩৩ জন নয়া করোনা আক্রান্তের হদিশ মিলেছে। বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিল ১,৯২৩। তবে বৃহস্পতিবারের (৫৫,৭৬৪) থেকে শুক্রবার নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ৫৫,৫৫৭। শুক্রবার দৈনিক সংক্রমণের হার ৩.৪৭ শতাংশে ঠেকেছে। পুরুলিয়া (৪), মালদহ (৮), কালিম্পঙে (৯) দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এর নীচের দাঁড়িয়েছে। নদিয়া (১০৫), হুগলি (১১২), দক্ষিণ ২৪ পরগনায় (১১২), হাওড়া (১১৩), জলপাইগুড়ি (১১৬), দার্জিলিং (১৬৮), পশ্চিম মেদিনীপুর (১৭৩), পূর্ব মেদিনীপুর (১৫২) এবং কলকাতায় (১৯০) দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

উত্তর ২৪ পরগনায় শুধুমাত্র দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ পার করেছে। সেখানে ২৩৭ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৯১,২১৯।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*