রোহিঙ্গা ইস্যুতে মানবিক মুখ্যমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সাথে ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অকপটে জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে যারা ইতিমধ্যে প্রবেশ করছে তাদের জোর করে ফেরত পাঠানো যাবে না। এর পাশাপাশি অন্য সীমান্তের মতো দার্জিলিং সীমান্তকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ সূত্র মারফত এ কথা জানা গেছে। সূত্রের খবর অনুসারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা মাঝখানে পড়ে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। আগে কেন্দ্র সরকার বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডে ১০০% দিতো। এখন কেন্দ্র দিচ্ছে ৬০% আর রাজ্য থেকে ৪০%। মুখ্যমন্ত্রী এখন সেই ফান্ড ১০০% দেওয়ার জন্য দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*