টার্গেট বাংলা, দিল্লিতে সাংগঠনিক বৈঠক বঙ্গ বিজেপির

বিধানসভা ভোটের আগে সুপরিকল্পিত ভাবে আরও কর্মসূচি গ্রহণ করবে বিজেপি। আজ দিল্লিতে সাংগঠনিক বৈঠকে যোগদান ক্বরেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ প্রমুখ। সেখানে দলের আগামী কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে জানা যায়।

বৈঠক শেষে নয়া দিল্লিতে দিলীপ ঘোষ বলেন, ‘ছোট সাংগঠনিক বৈঠক ছিল। অমিত শাহের রাজ্য সফরের পর যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তাকে ধারাবাহিক ভাবে কী করে দলের জন্য কাজে লাগানো যায় তার পরিকল্পনা হয়েছে। দলের রণকৌশল যাঁরা তৈরি করেন তাঁরা সবাই বৈঠকে ছিলেন। বৈঠকে গৃহীত কর্মসূচী বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।’ এটি ধারাবাহিক পর্যালোচনা ছিল, তেমন বিশেষ কিছু নয়।

কিন্তু সূত্রের খবর, বাংলায় এখন লাগাতার কর্মসূচী নেবে বিজেপি। আগামী ১২ই জানুয়ারি থেকে শুরু করে ২৩শে জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যে বিজেপির বিভিন্ন কর্মসূচী হবে। তবে তার মধ্যে ২৩শে জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হবে সেখানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই এক সূত্র মারফত জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিজেপির প্রধান লক্ষ্যই এখন বাংলা। তাই এবার সেখানেই ভোটের আগে কোমর বেঁধে নামতে চলেছে গেরুয়া শিবির।

এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন দিলীপ ঘোষ?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*