মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

গ্রেফতার করা হল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ৷ দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ শনিবার মুম্বই-গোয়ার তটে প্রমোদ তরীতে আয়োজিত মাদক পার্টিতে হানা দিয়ে ২ মহিলা-সহ ৮ জনকে গ্রেফতার করে এনসিবি ৷ ধৃতদের মধ্যে ছিলেন আরিয়ানও ৷ গ্রেফতারির পর আরিয়ানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

জানা গিয়েছে, এনডিপিএস-এর ২৭ নং ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে ৷ তাঁর হয়ে মামলা লড়বেন সতীশ মানশিণ্ডে ৷ ইতিমধ্যেই তিনি মুম্বইয়ের এনসিবি-র অফিসে পৌঁছে গিয়েছেন ৷

সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে ক্রুজে যাত্রীর ছদ্মবেশে মাদক পার্টিতে ঢুকে পড়ে আচমকা হানা দেয় এনসিবি ৷ আটক করা হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইসমীত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকের ও গোমিত চোপড়াকে ৷ এঁদের মধ্যে মোহক, নুপূর ও গোমিত দিল্লির বাসিন্দা ৷ মোহক ও নুপূর ফ্যাশন ডিজাইনার ৷ আর গোমিত হলেন হেয়ার স্টাইলিস্ট ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, গোমিতের সঙ্গে দিল্লি থেকে মুম্বই গিয়েছিলেন মোহক ও নুপূর ৷

মাদক মামলায় ধৃত ৮ জনকে রবিবারের ছুটির দিনের আদালতে পেশ করা হয় ৷ আদালতে যেতে দেখা গিয়েছে আরিয়ানের মা গৌরী খানকে ৷ পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে তাঁর ছবি ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, আরিয়ান নিয়মিত মাদক সেবন করেন কি না, বা নিজের কাছে মাদক রাখেন কি না, কিমবা মাদক চক্রের সঙ্গে তাঁর প্রত্যক্ষ কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে এনসিবি ৷ এ জন্য আরিয়ানের মোবাইল ফোন ঘেঁটে দেখা হবে বলে খবর ৷

এ ভাবে প্রমোদ তরীতে এনসিবি-র হানা দেওয়ার ঘটনা প্রথম ঘটল ৷ এই ঘটনার পেছনের আরও বড় কোনও নাম জড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ক্রুজ থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রোন ও নানা নিষিদ্ধ মাদক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*