আধার কার্ডে জিএসটি বসাবে কেন্দ্র

আধার কার্ডে তথ্য আপডেটে পণ্য এবং পরিষেবা কর (জিএসটি) বসাবে কেন্দ্র। এমনই খবর জানিয়েছে ইউনিক আইডেন্টিফেকশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। প্রসঙ্গত, গত বুধবার ইউআইডিএআই কর্তৃপক্ষ একটি টুইট করে জানায়, আধার আপডেটের ধার্য মূল্যের উপর ১৮ শতাংশ জিএসটি বসানো হবে। যার ফলে, অতিরিক্ত সাড়ে ৪ টাকা মাশুল গুনতে হবে গ্রাহকদের। আগে আধার আপডেট করতে হলে ২৫ টাকা দিতে হত।

পাশাপাশি, কেন্দ্রের চাপানো কর ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। এছাড়া আধার সংক্রান্ত বিস্তারিত জানার জন্য একটি হেল্পলাইন নম্বর এবং ইমেইল আইডি দিয়েছে ইউআইডিএআই। ১৯৪৭-এ কল করে অভিযোগ জানাতে পারেন। অথবা help-এ ইমেল করে অভিযোগ জানাতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*