মমতা সরকার

আসুন বিশদে জানি
প্রকল্পঃ সুফল বাংলা

২০১৪-র ২৯ সেপ্টেম্বর এই প্রকল্পটি চালু হয়। চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে, যুক্তিযুক্ত দামে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় চলমান বা স্থায়ী বিপণন কেন্দ্রের মাধ্যমে। এইসব ‘সুফল বাংলা’ বিপণিতে এক ছাদের তলায় সবজি, ফল, মাংস, দুধজাত দ্রব্য, চাল, ডাল, সব ধরনের সুগন্ধি চাল পাওয়া যায়। এখনও পর্যন্ত ৪০টির ও বেশি বিপণি খোলা হয়েছে। সিঙ্গুর তাপসী মালিক কৃষক বাজার এই প্রকল্পের মুখ্য কেন্দ্র। প্রকল্পের ওয়েবসাইটে প্রতিদিন কৃষিপণ্য ক্রয় ও বিক্রয়মূল্য প্রচার করা হয়।

ফসল বিক্রির জন্য ব্যক্তি-কৃষক এবং কৃষক দল নাম নথিভুক্ত করতে পারবেন। কৃষিজ বিপণন দপ্তরের প্রকল্প ব্যবস্থাপন ইউনিট এই প্রকল্প পরিচালনা করে। উল্টোডাঙার উত্তরাপণে প্রকল্পের প্রধান কার্যালয়ে অথবা জেলা ও মহকুমার সংশ্লিষ্ট কৃষি বিপণন বিভাগের দপ্তরে যোগাযোগ করতে পারেন আপনারাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*